![](https://ganauttaran.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহস্পতিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা হয়।
উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান শেখের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক স্মৃতিচারনসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু সুধাংশু কুমার রায়, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত।
উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সহ সভাপতি মাসুদ পোর্দ্দার, সেচ্ছাসেবকলীগ নেতা মিনু শেখ, তাঁতীলীগ নেতা শেখ তোতা, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ নেতা বিপ্লব, আশরাফ আলী, বকুল প্রধান ও মতিয়ার রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন