আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

ফেরদৌসী লিজা

প্রাথমিক শিক্ষায় পাবনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ফেরদৌসী লিজা

এ বছর প্রাথমিক শিক্ষায় পাবনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ফেরদৌসী সুলতানা লিজা। তিনি সুজানগর পৌরসভার ৪১ নং চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক- ২০১৯ এর জেলা পর্যায়ের যাচাই-বাচাই কমিটির সভাপতি পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক চিঠিতে এ ফলাফল ঘোষণা করেন।

সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাউয়ুম জানান, ফেরদৌসী সুলতানা লিজা সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডিজিটাল ক্লাস রুম পরিচালনাতে দক্ষতা দেখিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর আওতায় উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এর মাস্টার ট্রেইনার।

তিনি বিগত বছরগুলোতে দক্ষতার সঙ্গে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণও দিয়েছেন। তিনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হওয়ার পর জেলায়ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...