শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ঠাকুরগাঁওয়ে বাড়ছে মানুষের ভোগান্তি, সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছেন কর্মজীবী-শ্রমজীবী দরিদ্র মানুষ। হাসপাতালে শীতার্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। হাসপাতালে বেশি হারে ভর্তি হচ্ছেন শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধরা।
পৌষ আসতে বাকি দিন কয়েক। তাই অগ্রহায়ণের বিদায়ী হাওয়ায়, উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। ঠাকুরগাঁওয়ে সকাল বেলা কুয়াশার চাদর সরাতে পারছে না সূর্য। অন্য বছরের তুলনায় তীব্রতা কিছুটা কম হলেও, ক্রমেই শীত জানান দিচ্ছে তার অবস্থান।
বাড়ছে দরিদ্র মানুষের ভোগান্তি। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে, শীত বাড়ছে, সাথে সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতার্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকারের ত্বরিত পদক্ষেপ চান ঠাকুরগাঁওবাসী।