সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৮ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পর স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ‘সম্মুখ সমরে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
এরপর শহীদদের স্বরণে উপজেলা প্রশাসন, হাকিমপুর প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।