আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পন করেন, গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্যের পক্ষে, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি’র পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, থানা পুলিশ, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেসক্লাব, জাতীয়পার্টি, বিএনপি, জাসদ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে নীরবতা এবং বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের অভ্যন্তরে এবং কিশোরগাড়ীর পশ্চিম রামচন্দ্রপুর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পনসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালন করা হয়। এছাড়াও অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ী সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এদিকে সদরের এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন ও থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ-ডিসপ্লে, যেমন খুশি-তেমন সাজো, শিশু-কিশোর-মহিলাদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

দুপুরে এস.এম হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎকার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসক মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে¡ সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মজিবর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান সরকার। বীর মুক্তিযোদ্ধা-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন মসজিদ-মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত-প্রার্থনা, হাসপাতাল-এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, স্থানীয় ড্রীমল্যান্ড পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়। বিকেলে উপজেলা পরিষদ একাদশ বনাম সুধী মন্ডলীর প্রীতি ফুটবল খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...