আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

সংস্কৃতি, নাটক ও সংগীতে বিশেষ অবদানের জন্য ‘সম্মাননা পদক পাচ্ছেন গাইবান্ধা তিন সাংস্কৃতিক ব্যক্তিত্ব

সংস্কৃতি, নাটক ও সংগীতে বিশেষ অবদানের জন্য গাইবান্ধার তিনজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে ‘নাট্যজন জহুরুল ইসলাম স্বপন সম্মাননা’ ২০১৯ প্রদান করা হবে। গাইবান্ধার বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার, নাট্যকার ও ছড়াকার আবু জাফর সাবু সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর এই সম্মাননা পাচ্ছেন। এছাড়াও নাটকে মোহাম্মদ আমিন এবং সংগীতে বিশেষ অবদানের জন্য নিলুফার জেসমিন বিথিকেও এই সম্মাননা প্রদান করা হবে।

মোহনার পক্ষ থেকে আগামী ৩ জানুয়ারি শুক্রবার ২০২০ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আয়োজিত মোহনার ১৩৩তম আসরে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদত্ত হবে।

উলে­খ্য, নাট্যজন জহুরুল ইসলাম স্বপন স্মরণে মোহনা প্রতিবছর সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গুণীজনদের এই সম্মাননা প্রদান করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...