গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে উন্নতমানের শীতের কম্বল, চাউল ও গৃহ নির্মাণের জন্য অনুদান হিসেবে সিমেন্ট প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছোট সোহাগী গ্রামের এ বৃদ্ধাশ্রমে দুর্বার গাইবান্ধা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং স্বপ্নপূরণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসব সামগ্রী প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার গাইবান্ধা পক্ষ থেকে চাউল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে উন্নতমানের শীতের কম্বল এবং স্বপ্নপূরণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমের নির্মাণাধীন ঘরের জন্য ২০ বস্তা সিমেন্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান এবং তাঁর পত্নী মেহেরুননেছা মিরু, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক, স্বপ্ন পূরণ এর সভাপতি মেরাজুল ইসলাম, বৃদ্ধাশ্রমের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অতিথিবৃন্দ বৃদ্ধাশ্রমে আশ্রয় পাওয়া ১৭ জন বৃদ্ধ-বৃদ্ধার জীবন ধারণের সহায়তার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।