আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মেলায় প্রথম স্থান অধিকার করেছে ডলি মেমোরিয়াল স্কুল

 দিনাজপুরের হিলিতে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গতকাল  শুক্রবার দুপুর ১২ টায় বাংলাহিলি পাইলট স্কুল হলরুমে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।

এসময় উপস্থিত ছিলেন, পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন, সহকারী প্রোগ্রামার জান্নাতুল ফেরদাউস।

এসময় মেলাতে প্রদর্শনীর দেখানোর মাধ্যমে প্রথম স্থান অধিকারী হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহন করেন উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ডলি মেমোরিয়াল স্কুল। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন সানসাইন স্কুল এবং মনসাপুর উচ্চ বিদ্যালয়।

প্রথম স্থান অধিকারী ডলি মেমোরিয়াল স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা জেলা পর্যায়ে অংশগ্রহন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...