আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতের নতুন ব্যাখ্যা

ডেক্স নিউজ: ব্যাপক বিক্ষোভের মুখে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে নতুনভাবে ব্যাখ্যা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাখা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির আনন্দবাজার পত্রিকা।

ব্যাখ্যায় বলা হয়, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া সবাই নাগরিকত্ব পাবেন। আর ১ জুলাই ১৯৮৭ থেকে ২০০৪ সালের ৩ ডিসেম্বরের মধ্যে যারা জন্ম নিয়েছেন, তাদের বাবা-মায়ের কোনো একজন ভারতীয় নাগরিক হলে তিনিও নাগরিকত্ব পাবেন।

এ ছাড়া ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পরে যারা জন্ম নিয়েছেন, তাদের বাবা-মায়ের দুজনই ভারতীয় নাগরিক কিংবা একজন ভারতীয় ও অপর জন্য অবৈধ অনুপ্রবেশকারী না হলে তারাও ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন।

গত ১২ ডিসেম্বর ভারতে কার্যকর হয় নাগরিকত্ব সংশোধনী আইন। বিতর্কিত এই আইনে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

তবে আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ। আন্দোলনকারীদের একাংশের আশঙ্কা, নতুন আইনের ফলে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়বে পুরোনো নথি হারিয়ে ফেলা দরিদ্র মানুষরা।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৮ বছর বয়সী একটি শিশুও রয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...