শীতের তীব্রতা আজ বেড়েছে। কুয়াশা গতকালের চেয়ে অনেক বেশি ঘন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহ থাকবে আরো দু, একদিন। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে ঘন কুয়াশায় দৌলতিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে যাত্রী ও যানবাহনসহ আটকে আছে তিনটি ফেরি
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, চলতি সপ্তাহের শেষে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মাসের শেষে তাপমাত্রা বাড়লেও বছর শুরু হবে মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ দিয়ে।