
স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁর রাণীনগরে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাণীনগর উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেক কেটে ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু করা হয়।
রাণীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফ মাহম্মুদ সুহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ভিপি আতিকুজ্জামান জাপান। এছাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মেজবাউল হক লিটন, মাহমুদুল হাসান মধু, শহিদুল ইসলাম সুইট, উপজেলা যুবদল সভাপতি এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার রুহি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়কমতিউর রহমান উজ্জল, বেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মশিউর রহমান রাজু, নাছির উদ্দীন টনি, শামিম আজাদ ও জাহিদ হাসান শিমুল প্রমূখ।