আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো প্রতিপাদ্য এই বিষয়কে কেন্দ্র করে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:এমরান আলী, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী মনোরঞ্জন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সামাজ থেকে মাদক নিয়ন্ত্রণের লক্ষে বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ের উপরে বক্তব্য প্রদান করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...