আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

 শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁয় শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নওগাঁ সদর মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল

তুলে দেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আবদুল মান্নান মিয়া বিপিএম। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের মানুষের জন্য কাজ করাই আমাদের প্রধান কাজ। শীত মৌসুমের প্রবাহিত এই মৃদুশৈত প্রবাহের কবলে পড়ে মানবেতর জীবন-যাপন করছে ছিন্নমূল, গরীব, অসহায় খেটে খাওয়া মানুষরা। তবে বিগত সময়ের তুলনায় চলতি বছরের বর্তমান সময়ে শীত একটু আগেই জেকে বসেছে। তবুও আমরা মানুষদের গরম কাপড়ের অভাব দুর করতে কাহারও একার

 

পক্ষে সম্ভব নয় সবাই মিলে ছিন্নমূল মানুষের শীতের কষ্ট দূর করছি। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন, নওগাঁ

জেলা প্রসক্লাবের সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দীপক কুমার দেবসহ পুলিশ সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রায় ৩০০ অসহায় এবং দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল
বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...