
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০ টায় ধামইরহাট দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে কেক কেটে দিবসটি উদযাপন করেন সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় থানা ছাত্রলীগের সভা আবু সুফিয়ান হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক, পৌর ছাত্রলীগরে সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র নেতা ওমর ফারুক, আশিকুর রহমান, ছানোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।