আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

মুজিব শত বাষির্কীর ক্ষণ গণনা উপলক্ষ্যে নওগাঁয় মোটর শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব শতবাষির্কী  ক্ষণ গণনা উপলক্ষ্যে নওগাঁয় মোটরশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের এটিম মাঠ থেকে মোটরশোভাযাত্রা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। শোভাযাত্রাটি জেলার বদলগাছী, পত্লাীতলা , সাপাহার, নিয়ামতপুর ও মান্দা উপজেলা ঘুরে পুনরায় নওগাঁ শহরে এসে শেষ হয়। শোভাযাত্রায় শতাধিক মোটরযান সহ কয়েকশ মোটরসাইকেল অংশ নেয়। এই বহরে সুসজ্জিত ট্রাকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানসহ দেশাত্ববোধক সংগীত পরিবেশিত হয়। এ উপলক্ষে সদর উপজেলা সহ অন্যান্য উপজেলার গুরুত্বপূর্ন স্থানে ও মোড়ে মোড়েও ব্যানার ও তোরন নির্মাণ করা হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ এর সভাপতিতে¦  শোভাযাত্রায় পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

শহরের গুরুত্বপূর্ন স্থান মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই কাউন্ট ডাউন মেশিন স্থাপন করা হয়েছে এবং দিবসের গুরুত্ব তুলে আলোচনা সভার জন্য পাশেই তৈরী করা হয়েছে সুসজ্জিত প্যান্ডেল। যেখানে বিকেলে এলইডি পর্দায় ঢাকা থেকে প্রধানমন্ত্রী কর্তৃত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...