নওগাঁয় গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁ সদর মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র ( কম্বল) তুলে দেন নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন সহ পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ। এসময় প্রায় ২০০ গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।