আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহাসিক সহরাই উৎসব পালিত

নানা কর্মসূচীর মধ্য দিনব্যাপি দিয়ে নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহাসিক সহরাই উৎসব পালিত হয়েছে।   এ উপলক্ষে বুধবার দুপুর ২ টায় উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংগঠন  বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) তাদের বাস্তবায়নাধীন ইউএসএআইডি অবিরোধ: রোড টু টলারেন্স প্রোগামের অংশ হিসাবে এই কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহরাই উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল যেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মিলন মেলায় পরিণত হয়।

জাতীয় আদিবাসী পরিষদের নেতা মহিন্দ্র পাহানের সভাপতিত্বে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহনশীলতা প্রতিষ্ঠায় যুব সমাজের ভুমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাইজুল শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট মহিলা কলেজের  প্রভাষক এস সি আলবার্ট সরেন প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...