
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধু কর্নার ও শিল্পকলা একাডেমির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ এসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াসিমুল বারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে গান পরিবেশন করেন বিটিভি ও বাংলাদেশ বেতারের নিয়মিত গায়ক নিবাস বর্মন, বাউল সুকুমার রায় প্রমুখ।