
নওগাঁর রাণীনগরে আয়েশা (২৮) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকরেছে। বুধবার রাতে উপজেলার করজগ্রাম গ্রামে এঘটনা ঘটেছে। নিহত আয়েশা উপজেলার করজগ্রাম গ্রামের মিজানের স্ত্রী। স্থানীয় সূত্রে যানা গেছে, বুধবার রাতে আয়েশা সকলের অজান্তে বাড়ির বাড়ান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, বুধবার আনুমানিক দিবাগত রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টার মধ্যে আয়েশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।