আজ ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বণার্ঢ্য র‌্যালি

সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশসানের আয়োজনে রবিবার সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহেল বাকী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, জেলা হোটেল মালিক সমিতির সভাপতি জিয়াউর রহমান বাবলুসহ প্রমুখ। এসময় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দিক তুলে ধরেন।সভায় সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...