-
- নওগাঁ, রাজশাহী বিভাগ
- ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী জিবু নিহত
- প্রকাশের সময়: ফেব্রুয়ারি, ১১, ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ণ
- 163 বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আওরঙ্গজেব জিবু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়ছেনে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। নিহত আওরঙ্গজেব জিবু উপজেলার কুশুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারের লবির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ ফব্রেুয়ারী) ভোর রাতের দিকে আওরঙ্গজেবকে সাথে নিয়ে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল । এ সময় ভাঁরশো এলাকায় গেলে জিবুর সহযোগী মাদক ব্যবসায়ীদের অপর একটি পক্ষ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ।এতে উভয়পক্ষের গোলাগুলিতে সে নিহত হয় । তার বিরুদ্ধে অন্তত মাদকসহ ১০টি মামলা রয়েছে । আহত ৩ পুলিশ সদস্যকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মান্দা থানার অফিসার ইনর্চাজ মোজাফফর হোসনে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল র্মগে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরও খবর...
Leave a Reply