আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ফুলছড়িতে রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেন পুনরায় চালুর দাবিতে সড়ক অবরোধ মানববন্ধন

উত্তরাঞ্চলের গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাট হতে বন্ধ রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেন পুনরায় চালুর দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  তিস্তামুখ ঘাট উন্নয়ন কমিটির আয়োজনে রবিবার সকাল ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের তিস্তামুখ ঘাট এলাকায় ২ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ ও মানববন্ধন চলাকালে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য শুক্কুর আলী ফিরোজ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, প্রভাষক আবুল হাসনাত শফি, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম লোকাল, ফুলছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সাদেকুল ইসলাম তাঁরা, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ফুলছড়ি সিনিয়র মাদরাসার প্রভাষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম কারী, হাসান মাহমুদ বিদ্যুৎ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তিস্তামুখ ঘাট হতে চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেনটি অবিলম্বে পুনরায় চালুর জোর দাবী জানান। দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানান। মানববন্ধনে এলাকার রাজনৈতিক নেতৃবন্দ, বিভিন্ন শ্রেণি পেশার সহস্রধিক মানুষ অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...