-
- জয়পুরহাট, রাজশাহী বিভাগ
- পাঁচবিবিতে ২২ মাদকসেবীকে আটক করছেন র্যাব-৫
- প্রকাশের সময়: ফেব্রুয়ারি, ১৭, ২০২০, ১০:২৯ পূর্বাহ্ণ
- 116 বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত ও মাতাল অবস্থায় ২২ মাদকসেবীকে আটক করছেন জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম- এম এম মোহাইমেনুর রশিদ, জানান রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ মাদকসেবীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উত্তর গোপালপুর গ্রামের মোঃ মাহাবুব এর ছেলে মোঃ বিদ্যুৎ মিয়া (২৫),মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ (২০), মোঃ মোস্তাক সরদারের ছেলে মোঃ ফেরদৌস সরদার (২২), মোঃ হাফিজ এর ছেলে মোঃ নাজমুল (২১), নুর ইসলাম বাবুর ছেলে মোঃ স্বাধীন (২০), পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে গোলাম রসুল রানা (২৯), মনিপুর সাঁওতালপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান লিটন (৩০), পশ্চিম গোপালপুরের মৃত আকালু মন্ডলের ছেলে মোঃ নুর আলম (৪৫), উত্তর কিষ্টপুর গ্রামের মৃত আফতাবের ছেলে মানিক (৫৫), ভীমপুর তালপাড়ার মৃত রঘুনাথ ছেলে সুবাস টুন্ডু (২৬), নওদা আমতলীর ফজলুর রহমানের ছেলে মোঃ গোলাম রব্বানী (২০), গোপালপুর গ্রামের মৃত পবন সিং এর ছেলে চঞ্চল সিং
(২০), পাঁচবিবি দানেজপুরের শ্রী প্রদীপ কুমার কুন্ডুর ছেলে শ্রী পাপন কুমার কুন্ডু (২৮), গোপালপুরের শ্রী বুধুয়া রবিদাসের ছেলে শ্রী সঞ্জয় রবিদাস (২৩), পাঁচবিবি সদরের জাহাঙ্গীরের ছেলে মোঃ রাসেল (২০), বীরনগর গ্রামের মৃত রতন মাহাতোর ছেলে ধনেশ মাহাতো (৫০), একই এলাকার মৃত লক্ষীচরণ সিং এর ছেলে যতিন সিং (৪৫),মৃত রবিয়া মাহাতোর ছেলে নগেন মাহাতো (৬৫), মৃত মালি চরণ সিং এর ছেলে শ্রী সুরেন সিং (১৯), মৃত শ্যামচরণ সিং এর ছেলে শ্রী কৃষ্ণ সিং (২৬), হাকিমপুর (হিলি) দক্ষিণ বাসুদেবপুরের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ আবুল হোসেন (৩০), নবাবগঞ্জ আহাম্মেদ নগরের মৃত জান্নাতুল ফেরদৌসের ছেলে তানবীর ইসলাম (১৮), কে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে গাঁজা ৪০ গ্রাম, গাঁজার স্টিক, কলকি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই বিভাগের আরও খবর...
Leave a Reply