
নতুন পণ্যের শুভ সূচনা উপলক্ষে নওগাঁর রাণীনগরে আফতাব ফিড প্রোডাষ্টস লিমিটেড এর আয়োজনে ডিলার ও খামারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাণীনগর শিক্ষক সমিতি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আফতাব ফিড প্রোডাষ্টস লিমিটেডের রাণীনগর উপজেলার ডিলার নয়ন খাঁন লুলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, আফতাব ফিড প্রোডাষ্টস লিমিটেডের প্রধান পুষ্টিবিদ মিস্টার ড্যানজেল, পুষ্টিবিদ আরিফুল হক, আবু সাইদ আকাশ, আফতাব ফিড প্রোডাষ্টস লিমিটেডের রাজশাহী জোনাল ইনচার্জ আব্দুর রাকিব খাঁন, নওগাঁ এরিয়া ম্যানেজার সাদ আহম্মেদ, রাণীনগর উপজেলার সাব ডিলার মতিউর রহমান উজ্জল, সাজিরুল ইসলাম সাজু, সোহাগ ও মিঠু। এছাড়া সভায় ৮০ জন খামারী উপস্থিত ছিলেন