
স্টাফ রিপোর্টারঃ মানবতার কল্যাণে আমরা, এই শ্লোগানকে সামনে রেখে দৈনিক গাইবান্ধার মুখ এর পক্ষ থেকে আজ দুপুরে গরিব দুঃস্থসহ দৈনিক গাইবান্ধার মুখ এর সাংবাদিকদের পরিবারে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। উক্ত চাল বিতরণের শুভ উদ্বোধন করেন দৈনিক গাইবান্ধার মুখ এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রাহুল ইসলাম রুবেল, এসময় উপস্থিত ছিলেন দৈনিক গাইবান্ধার মুখ এর প্রধান সহকারী সম্পাদক মোঃ ইয়াসমিন বেগম, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, আহম্মেদ খোকন, মোঃ শাহ কামাল প্রমুখ। চাল পেয়ে সাংবাদিক শাহ কামাল বলেন যেখানে অন্যোন্য মিডিয়া প্রতিষ্ঠানগুলো বেতন বাকি রেখে কর্মীদেরকে বিপদমুখী করে রেখেছে সেখানে আমাদেরকে ঘরে থাকার পাশাপাশি এ সহযোগীতা আমাদেরকে অনুপ্রাণিত করবে। গাইবান্ধার মুখ এর সার্কুলেশন ম্যানেজার আহম্মেদ খোকন বলেন এ প্রতিষ্ঠান বরাবরেই আমাদের প্রতি নেক নজর রাখে, সুখে দুঃখে খোজ খবর নেয়, এটা নতুন কিছু নয়, তারপরেও হঠাৎ হাতে ত্রাণ পেয়ে খুব ভাল লাগলো। আমি দৈনিক গাইবান্ধার মুখ পরিবারের কাছে চিরকৃতজ্ঞ। দৈনিক গাইবান্ধার মুখ এর ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, আজ আমরা সাংবাদিককে আমার বাসায় ডেকে এই করোনা দুর্যোগ মহুর্তে ২০ কেজি করে চাল দিলাম আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে, এছাড়া দুঃস্থ কর্মহীন পরিবারের সদস্যকে ও বিধাবা মহিলাকে বাড়ীতে গিয়ে আমরা চাল পৌছে দিয়েছি। আগামীতেও বৃহৎ পরিসরে আমরা এই ত্রান বিতরণ অব্যাহত রাখবো।