আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

করোনা ভাইরাস: পরীক্ষার আগেই মরছে মানুষ

ডেক্স নিউজ : শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে কিনা তা পরীক্ষার আগেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনেক মানুষ মারা যাচ্ছেন। তাই এমন মৃত্যুর সংখ্যা তালিকায় যোগ হলে যুক্তরাষ্ট্রের মোট মৃতের সংখ্যা অনেক বেশি হবে বলে জানিয়েছে ডাব্লিউওয়েটিভি।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জনের শরীরে। অন্যদিকে সেখানে মারা গেছেন ২৬ হাজার ৪৭ জন। এরমধ্যে শুধু নিউ ইয়র্কেই মারা গেছেন ১০ হাজার ৪২৫ জন।

তবে স্থানীয় ওই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার উপসর্গ নিয়ে বাড়িতে যারা মারা যাচ্ছেন তাদের সংখ্যা তালিকায় যোগ করা হলে অনেক আগেই তা ১০ হাজার ছাড়িয়ে যেত।

ল্যাবরেটরির পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ার পর আক্রান্ত কিংবা মৃতের সেই সংখ্যা যোগ হয় তালিকায়। তাই যাদের পরীক্ষাই হয়নি তাদের সংখ্যা স্থান পাচ্ছে না কোনো তালিকায়। তবে কিছুকিছু ক্ষেত্রে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের নমুন সংগ্রহ করে তা পরীক্ষার পর ফলাফল জানানো হচ্ছে কিছু ক্ষেত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...