আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

অনেকটাই নিয়ন্ত্রণে করোনা, প্রশংসায় ভাসছে মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ

ডেক্স নিউজ : টানা লকডাউন আর প্রশাসনিক কড়াকড়ি আরোপ এবং জনসাধারণের সামাজিক দূরত্ব বজায় রাখার ফলে করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে মালয়েশিয়ায়। করোনাকে পরাজিত করে চিকিৎসায় সেবার ইতিহাসে নাম লেখাতে যাচ্ছে মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ। আক্রান্তের হার কমে বাড়ছে সুস্থতার হার প্রতিদিনই। কমতে শুরু করেছে প্রাণহানির সংখ্যাও। এ নিয়ে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপারিচালক ডা. দাতো নূর হিসাম আব্দুল্লাহ ভাসছেন প্রশংসার জোয়ারে। নিজ দেশের মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষও স্যোশাল মিডিয়ায় করছেন তার ভূয়সী প্রশংসা । মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ জন এবং মৃত্যু হয় ০১ জনের, সুস্থ হয়েছেন ৯৫ জন লোক। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৩৮৯ জন এবং মৃত্যুবরণ করেন ৮৯ জন এবং এ পর্যন্ত বাড়ি ফিরে গেছেন ৩১৯৭ জন করোনা আক্রান্ত রোগী।   এদিকে, দেশটিতে প্রবাসীদের মধ্যে ৬৩ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৬০১ অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে অভিবাসীদের করোনায় আক্রান্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ায় সর্বমোট ৬০১ বিদেশি অভিবাসীরা করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার ১০৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের ১০৪ জন।

তৃতীয় অবস্থানে রয়েছেন- বাংলাদেশের ৬৩ জন। এছাড়াও ভারতের ৬০, পাকিস্তানের ৫১ জন। বাকিরা অন্যান্য দেশের নাগরিক। আক্রান্তদের মধ্যে ৩ বিদেশির মৃত্যু হয়েছে। তবে মৃত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ৬০১ জন আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠছে ২৪২ জন। এছাড়া এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩৫৬ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...