আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সারাদেশে সাংবাদিকদের প্রণোদনা দিতে ডিসিদের চিঠি

ডেক্স নিউজ : মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংকটকালীন সময়ে ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীদের প্রণোদনা দিতে সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। সংস্থাটির পক্ষ থেকে ৬৪ জেলার ডিসিদের কাছে রোববার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিছু লোকজন অসহায় হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার পৌঁছে দিতে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ তৈরি করতে নির্দেশনা দিয়েছেন। আপনি লক্ষ করবেন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীরা করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জানানোর জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তাই তাদের জন্যও প্রণোদনা প্রয়োজন।

এমতাবস্থায় আপনার জেলায় প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক ও সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে প্রণোদনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হল। উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দশজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১০১ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ৪৯২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৪৮ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...