আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৩ ইং

২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৪, মৃত্যু বেড়ে ১১০

ডেক্স নিউজ : গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৪৩৪ জন রোগী শনাক্ত করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়িন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৯৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৩৪ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৯ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ১১০। এছাড়া আরও দুইজন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

গত ৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ২১ এপ্রিল দুপুর পর্যন্ত সারাদেশে মোট ৩৩৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এখন পর্যন্ত সারাদেশে ১১০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৮৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...