আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

করোনায় দেশে প্রথম ‘সাংবাদিকের মৃত্যু

ডেক্স নিউজ : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েই মারা গেছেন সিনিয়র সাংবাদিক হ‌ুমায়ূন কবীর খোকন। করোনায় মারা যাওয়া দেশে প্রথম সাংবাদিক তিনি। বুধবার (২৯ এপ্রিল) ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হুমায়ুন কবীর খোকনের করোনা পরীক্ষা রিপোর্ট পজেটিভ এসেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক খোকন। জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন। হ‌ুমায়ূন কবীর খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...