আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনেই মারা যাবে ৩ হাজার মানুষ!

ডেক্স নিউজ : যুক্তরাষ্ট্রে মে মাসের শেষ নাগাদ করোনাভাইরাসে দিনে তিন হাজার মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রচারিত একটি অভ্যন্তরীণ নথিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, মে মাসের শেষ বা জুন মাসের শুরু থেকে দৈনিক মৃত্যুর হার দ্রুত বাড়বে। সোমবার নিউইয়র্ক টাইমস এই প্রতিবেদন প্রকাশ করেছে। বর্তমানে দেশটিতে করোনায় দিনে দুই হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার প্রভাবে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের জন্য রাজ্যগুলোকে অনুরোধ করেছেন। রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রগুলো নির্দিষ্ট মডেলের ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করে। ওই প্রতিবেদনের সূত্রে ধরে টাইমস বলেছে, মে মাসের শেষ নাগাদ মৃতের সংখ্যা দিনে দুই হাজার থেকে বেড়ে তিন হাজারে দাঁড়াবে।

টাইমস জানায়, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি মে মাসের শেষের দিকে প্রতিদিন করোনায় প্রায় দুই লাখ আমেরিকানের নতুন আক্রান্ত হওয়ার পূর্বাভাস দিয়েছে। যেখানে বর্তমানে প্রতিদিন প্রায় ২৫ হাজার মানুষ নতুন আক্রান্ত হচ্ছে।

টাইমসের প্রতিবেদন সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার বলেছেন, ‘এটি হোয়াইট হাউসের কোনো দলিল নয় বা এটি করোনাভাইরাস টাস্কফোর্সের কাছে উপস্থাপন করা হয়নি বা আন্তঃসংযোগ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এই প্রতিবেদন যায়নি।’

ডিয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকান জনগণের স্বাস্থ্য সেবাকে রাষ্ট্রপতি ট্রাম্প সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং আমরা বিধি নিষেধকে শিথিল করতে রাজ্যগুলোর প্রচেষ্টা পর্যবেক্ষণ করছি।’ বর্তমানে ১১ লাখেরও বেশি মার্কিন নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। এবং মারা গেছেন প্রায় ৬৮ হাজার।

এদিকে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, আমি আশা করছি এক লাখেরও কম আমেরিকান করোনায় মারা যাবে। এবং চলতি সপ্তাহের শেষের দিকে মৃতের সংখ্যা ৬০ থেকে ৭০ হাজারে দাঁড়াতে পারে। তবে রোববার রাতে ট্রাম্প স্বীকার করেছেন যে, মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে।

সূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...