
ডেক্স নিউজ : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৪ মে) রাতে বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কোভিড-১৯ পরীক্ষা ফলাফলে তার পজিটিভ এসেছে। বর্তমানে তিনি রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন।
বাচ্চু মিয়া বলেন, কয়েকদিন ধরে করোনা উপসর্গ প্রকাশ পায়। এরপর নমুনা দিলে সোমবার সন্ধ্যায় ফল পজিটিভ আসে। ঢামেক সূত্র জানিয়েছে, বাচ্চু মিয়া পেশাগত কারণে হাসপাতালের সব ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করতেন। সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন।
অপরদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ২৪১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৪৫ হাজার ৫৩৯ জন। অপরদিকে ১১ লাখ ৯৫ হাজার ৫৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।