সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে থেকে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি

ডেক্স নিউজ : বৈশ্বিক মহামারী করোনার মধ্যে যুক্তরাষ্ট্রে আটকা পড়া দুই শতধিক বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে। কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইটে আগামী ১৪ অথবা ১৫ মে তারা দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। এ তথ্য জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, নিজেদের খরচেই তারা দেশে ফিরবেন। দূতাবাস ও কনস্যুলেট শুধু সমন্বয়ের দায়িত্ব পালন করছে। দুই শতাধিক বাংলাদেশি ইতোমধ্যে দেশে ফেরার জন্য নাম নিবন্ধন করেছেন।

যারা ফিরছেন, বিমান ভাড়া বাবদ তাদের ২২০০ ডলার করে দিতে হবে। দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে ৮ মের মধ্যে। ওয়াশিংটন ডিসি সংলগ্ন ডালাস এয়ারপোর্ট অথবা নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে রওনা দেবে ওই বিশেষ ফ্লাইট। সময়সূচি ঠিক হলে তা নিবন্ধিতদের জানিয়ে দেয়া হবে।

দূতাবাস জানায়, ভ্রমণের জন্য প্রত্যেক যাত্রীকে নিজ দায়িত্বে অবশ্যই ‘কোভিড-১৯ মুক্ত’ অথবা ‘কোভিড-১৯ উপসর্গ-মুক্ত’ মর্মে ডাক্তারি সনদ সংগ্রহ করতে হবে। যুক্তরাষ্ট্রের যে কোনো হাসপাতাল অথবা চিকিৎসকের কাছ থেকে ওই সনদ সংগ্রহ করা যাবে। আর তা নিতে হবে বিমানযাত্রার ৭২ ঘণ্টার মধ্যে।

জনপ্রিয়

সুরেশ্বরী দরবার শরীফে হামলা ভাংচুর অগ্নি সংযোগকারী উগ্রবাদীদের গ্রেফতারের দাবিতে “মানববন্ধন ও প্রতিবাদ সভা

যুক্তরাষ্ট্রে থেকে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি

প্রকাশের সময়: ০৪:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০

ডেক্স নিউজ : বৈশ্বিক মহামারী করোনার মধ্যে যুক্তরাষ্ট্রে আটকা পড়া দুই শতধিক বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে। কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইটে আগামী ১৪ অথবা ১৫ মে তারা দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। এ তথ্য জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, নিজেদের খরচেই তারা দেশে ফিরবেন। দূতাবাস ও কনস্যুলেট শুধু সমন্বয়ের দায়িত্ব পালন করছে। দুই শতাধিক বাংলাদেশি ইতোমধ্যে দেশে ফেরার জন্য নাম নিবন্ধন করেছেন।

যারা ফিরছেন, বিমান ভাড়া বাবদ তাদের ২২০০ ডলার করে দিতে হবে। দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে ৮ মের মধ্যে। ওয়াশিংটন ডিসি সংলগ্ন ডালাস এয়ারপোর্ট অথবা নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে রওনা দেবে ওই বিশেষ ফ্লাইট। সময়সূচি ঠিক হলে তা নিবন্ধিতদের জানিয়ে দেয়া হবে।

দূতাবাস জানায়, ভ্রমণের জন্য প্রত্যেক যাত্রীকে নিজ দায়িত্বে অবশ্যই ‘কোভিড-১৯ মুক্ত’ অথবা ‘কোভিড-১৯ উপসর্গ-মুক্ত’ মর্মে ডাক্তারি সনদ সংগ্রহ করতে হবে। যুক্তরাষ্ট্রের যে কোনো হাসপাতাল অথবা চিকিৎসকের কাছ থেকে ওই সনদ সংগ্রহ করা যাবে। আর তা নিতে হবে বিমানযাত্রার ৭২ ঘণ্টার মধ্যে।