আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৮৭ হাজার ছুঁই ছুঁই

ডেক্স নিউজ : মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৮৭ হাজার ছুঁই ছুঁই। শুক্রবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮৬ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ২৭ জন। গুরুত্বর অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন ৪ লাখ ৪ হাজার ৯৩৯ জন। ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্ত ৪৪ লাখ ৪৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, ২ লাখ ৫২ হাজার।

মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানে যুক্তরাজ্য, মৃত্যু ৩৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। দুই লাখ ৩৪ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে এই তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি। ইতালি ৩১ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে আছে ইতালি; আক্রান্তের তালিকায় পঞ্চমস্থানে আছে দেশটি, ২ লাখ ২৩ হাজার। স্পেনকে টপকে চতুর্থস্থানে উঠে এসেছে ফ্রান্স, ২৭ হাজার ৪০০ ছাড়িয়েছে। এক লাখ ৭৮ হাজার আক্রান্ত নিয়ে আক্রান্তের তালিকায় সপ্তমস্থানে দেশটি।ফ্রান্স থেকে অল্প কয়জন মৃত্যু কম নিয়ে পঞ্চমস্থানে স্পেন; আক্রান্তের তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি, ২ লাখ ২৯ হাজার। ১০হাজার ছুঁই ছুঁই মৃত্যু নিয়ে ষষ্ঠস্থানে আছে দক্ষিণ আমেরিকার করোনাভাইরাসের হটস্পট ব্রাজিল। আক্রান্তের তালিকায়ও ষষ্ঠস্থানে আছে দেশটি, ২ লাখ ছাড়িয়েছে।

এদিকে ভারতেও আক্রান্তের সংখ্যা লাখের দিকে ছুটছে, সংখ্যাটি এরই মধ্যে ৮২ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু ২,৬৪৯ জন। বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ১৮ হাজার ৮৬৩ জন; মৃত্যু হয়েছে ২৮৩ জনের। গত বছরের ১৭ ডিসেম্বর চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে বিস্তার ঘটা এই ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...