আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়েছে

ডেক্স নিউজ : বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে আজ শনিবার (১৬ মে) পর্যন্ত ৪৫ লাখ ৪২ হাজার ৩৪৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নাগরিক।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪৫ লাখ ৪২ হাজার ৩৪৭ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ০৭ হাজার ৬৬৬ জনে দাঁড়িয়েছে। এদিকে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ১৮ লাখের বেশি এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৬৪ হাজারেরও বেশি জনে দাঁড়িয়েছে।একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৩২ হাজারের বেশি জন আক্রান্ত হয়েছে এবং দেশটি মৃতের সংখ্যা বেড়ে মোট ৮৬ হাজাের বেশি দাঁড়িয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে। গত ডিসেম্বরে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া এবং তা মহামারি আকারে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরফলে বিশ্ব অর্থনীতিও ভয়াবহ ধসের মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...