আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

১৮ লাখ মানুষ করোনা জয় করলেন

ডেক্স নিউজ : চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যেই যে বাড়ছে তা কিন্তু নয়। উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতার সংখ্যাও। শনিবার একদিনেই ৫৩ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর রোববার সকাল পর্যন্ত মোট ১৮ লাখ ১১ হাজার ৬৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুয়ায়ী, শনিবার একদিনেই নতুন করে ৯৫ হাজার ৬০৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৪৩৬০ জনের। আর রোববার সকাল পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৩ হাজার ২২০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ২০ হাজার ১৯৬ জন।

যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ২৩২ জন, স্পেনে এক লাখ ৯২ হাজার ২৫৩ জন, ইতালিতে এক লাখ ২২ হাজার ৮১০ জন, ফ্রান্সে ৬১ হাজার ৬৬ জন। ইরানে সুস্থ হয়েছেন ৯৩ হাজার ১৪৭ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ৮ হাজার ১৩৭ জন। বাংলাদেশে ‍সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১১৭ জন। বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫২ হাজার ৬০০ জন।

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে নেয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। অধিকাংশ দেশেই মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের চলাফেরার ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন। তবে কোনো কোনো দেশে করোনার প্রভাব কমে যাওয়া লকডাউন শিথিল ও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া এবং তা মহামারি আকারে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরফলে বিশ্ব অর্থনীতিও ভয়াবহ ধসের মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...