ডেক্স নিউজ : গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৮ পুলিশ সদস্য। এ নিয়ে পুলিশে মোট তিন হাজার ৫৭৪ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে ৭২২ জন সুস্থ হয়েছেন। অনেকে কর্মস্থলেও যোগ দিয়েছেন। শনিবার (৩২ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নতুন করে ১৭৮ জন আক্রান্তসহ বাংলাদেশ পুলিশের ৩ হাজার ৫৭৪ জন সদস্য জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়া ৭২২ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে অনেকেই আবারও কাজে যোগ দিয়েছেন। আক্রান্তদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন।