আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৬৫৬৬ জন আক্রান্ত, মৃত্যু ১৯৪

ডেক্স নিউজ : করোনা আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড ছাড়াল ভারত। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। ১৯৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের পরিসংখ্যানেও একদিনের রেকর্ড ছুঁয়ে ফেলল দেশটি।

বৃহস্পতিবার (২৮ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৫৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৮ হাজার ৩৩৩ জনে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯৪ জন। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৫৩১ জন। আর সুস্থ হয়েছেন ৫১ হাজার ৭৮৪ জন।

গত রোববার ভারতে মোট সংক্রমণের সংখ্যা ছিল ৯০ হাজার ৯২৭ জন। সুতরাং চার দিনের মধ্যে করোনা রোগী বেড়েছে প্রায় ৫০ হাজার। আর এই রেকর্ড বৃদ্ধিতেই বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্ত দেশের তালিকায় প্রবেশ করলো ভারত। যদিও কেন্দ্রীয় মন্ত্রণালয় দাবি করেছে কো-মর্বিডিটির কারণে প্রায় ৭০ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে। তাই এখন অবধি শুধুমাত্র করোনা সংক্রমণের জন্য মৃত্যুহার বিশ্বের মধ্যে ভারতেই অনেক কম, যা প্রায় ২ দশমিক ৮৭ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে জানানো হয়, দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৫৭ জন। মৃত্যু হয়েছে সাত হাজারের বেশি। তামিলনাড়ু ও গুজরাটের অবস্থাও একই। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। গুজরাটে ১৫ হাজার ১৯৫।

আইসিএমআর-ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট (NARI)-এর এপিডেমোলজি বিভাগের প্রধান ডাক্তার শীলা গোড়বোলে জানিয়েছেন, অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইন, লোপিনাভির-রিটোনাভির এবং লোপিনাভির-রিটোনাভিরের সঙ্গে ইন্টারফেরনের পরীক্ষামূলক প্রয়োগ হবে। এই অ্যান্টি-ভাইরাল ওষুধগুলোর বিভিন্ন কম্বিনেশন ও ডোজ রোগীদের শরীরে প্রয়োগ করে তাদের পর্যবেক্ষণে রাখা হবে। সংক্রমণ কমাতে এই ওষুধগুলোর কোন কোন কম্বিনেশন কাজে আসছে সেটা পরীক্ষা করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...