আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়াল

ডেক্স নিউজ : মহামারি করোনাভাইরাসের ছোবলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানীর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের অন্য সব দেশের চেয়ে এই প্রাণহানি বেশি।

ওয়েবসাইটের তথ্যানুযায়ী, স্থানীয় সময় বুধবার সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪০১ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯৬ জন, যা বিশ্বে সর্বোচ্চ!

এক মাসের কিছু বেশি সময় আগে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছিল। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই নিউ ইয়র্কের। বিশেষজ্ঞরা জানিয়েছিল, জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা লাখে পৌঁছাবে। জুন মাসের আগেই মৃত্যুর এই মাইলফলক দেখল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু নথিভুক্ত করা হয় ২৬ ফেব্রুয়ারি। তিন মাসের মধ্যেই প্রাণঘাতী এই ভাইরাসে লাখের অধিক মৃত্যু দেখল দেশটি। যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামেও করোনাভাইরাস জেঁকে বসলেও যুক্তরাষ্ট্রের মতো এত মৃত্যু দেখেনি। সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি দেশটিতে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। প্রায় ২০ হাজার নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ১৭ লাখ ছুঁই ছুঁই।

আগেই আশঙ্কা করা হচ্ছিল, ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে। টুইটারে দেয়া এক পোষ্টে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড। তবে এর মধ্যেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে লকডাউন শিথিল করা হয়েছে। নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে, পার্কে মানুষের উপস্থিতি বাড়ছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বর্তমানে বিশ্বের প্রায় ৫৬ লাখ মানুষ সংক্রমিত। মারা গেছে ৩ লাখ ৫৪ হাজার ৯৮৩ জন।সংক্রমণের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই আছে ব্রাজিল, ৪ লাখ ছাড়িয়ে গেছে। তৃতীয় স্থানে রাশিয়া। এখানে মোট সংক্রমিত ৩ লাখ ৭০ হাজার জন। মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে সাড়ে ৩৭ হাজার মানুষ মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...