আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

 যুব উন্নয়ন কর্মকর্তা কতৃক হয়রানীর স্বীকার বেকার যুবক যুবতী- উৎকোচ দাবীর অভিযোগ

সাদুল্যাপুর প্রতিনিধি: সাদুল্যাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) নাজমুল হাসান গ্রীনের বিরুদ্ধে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন শিক্ষিত বেকার যুবক ন্যাশনাল সার্ভিসে চাকরী করা আনারুল সহ ভৃক্তভোগী কয়েক জন।

আনারুল ধাপের হাট ইউনিয়নের খামার পাড়া গ্রামের বাসিন্দা।

তার দাবী এস,এসসি ও এইচ এস,সি পাশ করা আসল সার্টিফিকেট এবং ভোটার আই,ডি কার্ড সঠিক কোন ভেজাল নেই তবু কেন তার নিকট উৎকোচ দাবী করে হয়রানী করা হচ্ছে, ২ বছর যথানিয়মে চাকরী করে জমাকৃত ২৪ মাসের সঞ্চয় ৪৮হাজার টাকা প্রদানে বিভিন্ন টালবাহানায় ঘোরানো হচ্ছে তাকে।

সে ২য় ব্যাচের ১২৭৯ নং রোলের , এমন অভিযোগ তুলে গত ২২ জুন জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছেন, অতিরিক্ত দায়িত্ব পালন কারী যুব উন্নয়ন কর্মকর্তার মতামত নেয়ার জন্য একাধিক দিন অফিসে খোজ করে পাওয়া যায়নি এবং ব্যাবহৃত মোবাইল ফোন টি বন্ধ পাওয়া গেছে।

বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধঃতন কতৃপক্ষের সু নজরদারী একান্ত প্রয়োজন, আনারুলের মত অনেক বেকার যুবক যুবতী ন্যাশনাল সার্ভিসের চাকরী শেষে সঞ্চয় ফেরৎ নিতে গিয়ে হয়রানী হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...