আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধায় বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি

গাইবান্ধা প্রতিনিধি: ফুলছড়ির সাঁতারকান্দির চর, ভাষারপাড়া ও পার্শ্ববর্তী এলাকা আকস্মিক বন্যার পানিতে নিমজ্জিত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের বর্ষণে গাইবান্ধার বন্যা  পরিস্থিতির অবনতি হয়েছে। আজ সকাল ৬টায় গাইবান্ধায় ফুলছড়ি পয়েন্টে  ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহর পয়েন্টে ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার  ব্রহ্মপুত্র, তিস্তা ও যুমানা নদী বেষ্টিত ১৬টি ইউনিয়নের ২৫৫টি চরের  অধিকাংশ বাড়িঘর হাটু থেকে কোমর পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে  এসব এলাকার ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর-
বালাসীঘাটের কাছে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রন বাঁধের ভাঙা এলাকা দিয়ে পানি  ঢুকে সাঁতারকান্দির চর ও ভাষারপাড়া এলাকা আকস্মিক বন্যায় নিমজ্জিত হয়ে  পড়ে। অনেকে বাড়িঘর ছেড়ে বেড়ি বাঁধে খোলা আকাশের নিচে আশ্রয়  নিয়েছে। গাইবান্ধা বালাসীঘাট সড়কের নতুন বেড়ী বাঁধের পূর্ব অংশ  থেকে বালাসীঘাট পর্যন্ত সড়কটি হাট থেকে কোমর পানিতে নিমজ্জিত  হয়েছে। রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একতলা ডুবে যায়।  বিদ্যালয়ের দোতলা ও ছাদে আশ্রয় নিয়েছে বেশ কয়েকটি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...