হিলি প্রতিনিধি: হিলিতে ভারতীয় শাড়ী কাপড়, কসমেটিক্স ও মাদকদ্রব্য সহ জাহাঙ্গির আলম (৩৬ ) নামের এক যুবককে আটক করেছে হিলি হাকিমপুর থানা পুলিশ ।
আজ(২৯শে জুন) সোমবার দুপুরে হাকিমপুর উপজেলার নন্দিপুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
আটক জাহাঙ্গির উপজেলার সীমান্তবর্তী গ্রাম নন্দিপুরের মৃত্য কাফি মন্ডলের ছেলে ।
হিলি হামিপুর থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর আসে নন্দীডুর গ্রামে একটি বাড়িতে মাদক ও ভারতীয় পন্য নিয়ে এক চোরাকারবারি প্রবেশ করেছে, এমন সংবাদের ভিত্তত্বে পুলিশের ্এএসআই রাজুর নেতৃত্বে একটি টহল দল জাহাঙ্গিরের বাড়িতে অভিযান চালায় ।
এসময় তার বাড়ী তল্লাশী চালিয়ে ৫০(পঞ্চাশ ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, ২০৪ (দুইশত চার) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, শুল্ক ফাকি দিয়ে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস ও পণ্যসামগ্রী এবং ৫৫ ( পঞ্চান্ন) পিচ ভারতীয় শাড়ী উদ্ধার সহ বাড়ির মালিক জাহাঙ্গিরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গিরের বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
Leave a Reply