আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সুন্দরবনের নদ-নদীতে দুই মাস মৎস্য আহরন নিষিদ্ধ

মোংলা প্রতিনিধিঃ আজ (১ জুলাই) থেকে সুন্দরবনের সকল নদ নদীতে মৎস্য আহরন নিষিদ্ধ করেছে বনবিভাগ। এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ৩০ আগষ্ট পর্যন্ত।

সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সের ম্যানেজমেন্ট প্লানস (আইআরএমপি) এর সাথে ২০১৯ সালে একটি চুক্তিতে আবদ্ধ হয় বাংলাদেশ। ওই চুক্তি মোতাবেক জুলাই-আগষ্ট দুই মাস সুন্দরবনের নদ-নদীতে অধিকাংশ মাছের প্রজনন মৌশুম এর সময় মৎস্য আহরনের উপর নিশেধাঙ্গা জারি করা হয়।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান,দুই মাস মৎস্য আহরন নিষিদ্ধ থাকলে সুন্দরবনের নদী খালে যেমনি মাছ বৃদ্ধি পাবে তেমনি অন্যান্য প্রানি,উদ্ভিতসহ সব জীবের ক্ষেত্রে ইতিবাচক দৃশ্যমান ভুমিকা রাখবে। এ কর্মকর্তা আরো জানান,পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিবছর একই সময়ে মাছ আহরন নিষিদ্ধ চলমান থাকবে।

এ সময়ে চোরা শিকারিরা যেন মেতে উঠতে না পারে সে জন্য বনে টহল আরো জোরদার করা হবে । আর নিষিদ্ধ সময়ে মৎস্য আহরন বন্ধ রাখতে ২৪ জুন থেকে সুন্দরবনে প্রবেশে জেলেদের সকল প্রকার পাশপার্মিট বন্ধ রেখেছে বনবিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...