আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

চতুর্থ দফায় ভারতীয় পেঁয়াজ আসলো হিলিতে

হিলি প্রতিনিধি- কোরাবানী ঈদকে সামনে রেখে দেশের বাজারে চাহিদা থাকায় স্থলবন্দরের পাশপাশি হিলিতে রেল যোগে পেঁয়াজ আমদানি হচ্ছে। চতুর্থ দফায় ভারত থেকে ১ হাজার ৬শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

গতকাল রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় অর্ধেক ও আজ সোমবার দুপুরে আর একটি চালান ভারতের নাসিক থেকে স্থলবন্দরের আমদানিকারক মেসার্স রাইয়ান ট্রেডার্স এই পেঁয়াজ আমদানি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, চালানটি নিয়ে ৪২টি বগি সম্বলিত ভারতীয় মালবাহী ট্রেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলপথ দিয়ে হিলি রেলস্টেশন আসে।

তিনি আরো জানান, ‘ভারতীয় মালবাহী ট্রেনটি ১০টি বগি ঈশ্বরদীতে রেখে ৩২টি বগি নিয়ে রবিবার দুপুরে হিলি রেলস্টেশনে পৌঁছেছে। ট্রেনটি থেকে পেঁয়াজ খালাসের কার্যক্রম চলছে। রবিবার রাতে আবার ইঞ্জিনটি গিয়ে বাকি ১০টি বগি নিয়ে সোমবার সকালে হিলি রেলস্টেশনে আসে। খালাস শেষে ট্রেনটি দর্শনা হয়ে পুনরায় ভারতে ফিরে যায়।’

মেসার্স রাইয়ান ট্রেডাসের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম জানান, ‘লকডাউন চলার কারণে হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস আমদানি-রফতানি বন্ধ ছিল। এ অবস্থায় পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে গত ২৮ মে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি শুরু করা হয়। এছাড়া গত ৮ জুন থেকে স্থলপথেও আমদানি-রফতানি শুরু হয়েছে।’ নাসিক জাতের এসব পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ২১ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ট্রেন থেকে পেঁয়াজ খালাস করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এর আগে মোট তিন দফায় রেলপথ দিয়ে প্রায় পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...