আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

মাদক সহ মেট্রোরেলে সুপারভিশন প্রকৌশলী রাশেদুল আটক

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:  আইনপ্রয়োগকারী সংস্থার চোখ এড়াতে অভিনব কৌশলে শরীরের সাথে ফেন্সিডাল  বেঁধে নিয়ে যাত্রী বেশে মেট্রোরেল সুপারভিশন প্রকৌশলী রাশেদুল মাদক পাচার কালে আটক হন গোবিন্দগঞ্জ পুলিশের হাতে।

৬ জুলাই(সোমবার) রাত দেড়টার দিকে গোবিন্দগঞ্জ থানার এ এসআই শওকত, এ এসআই মুশফিক ও এ এসআই মাসুদ রানার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের হাইওয়ে হোটেল মেগাস্টারের সামনে দিনাজপুর হতে আগত ঢাকাগামী হানিফ পরিবহনের একটি নাইট কোচ থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশি কালে বাসে থাকা রাশেদুল মমিন নামে এক যাত্রীর শরীরের সাথে বাধানো অবস্থায়  ৩০ বোতল মাদকদ্রব্য দেখতে পায় পুলিশ। অবৈধ মাদকদ্রব্য পাচারের দায়ে তৎক্ষনাৎ পুলিশ তাকে মাদক সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাশেদুল মমিন দিনাজপুর  সদর থানার যোগীপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান  জানান রাশেদুল মমিন মেট্রোরেলে সুপারভিশন প্রকৌশলী হিসাবে চাকুরিরত।

উদ্ধারকৃত ৩০ বোতল ফেন্সিডিল এর মূল্য অনুমানিক ৩০ হাজার টাকা।তিনি আরও জানান, আটককৃত রাশেদুলের বিরুদ্ধে বগুড়া ও জয়পুরহাট আদালতে আরো ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোবিন্দগঞ্জ থানায়  একটি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...