আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কক্সবাজার সৈকতে স্বর্ণ পাওয়ার গুজব

কক্সবাজার প্রতিনিধি:সমুদ্রের ঢেউ এর সাথে স্বর্ণের গহনা ভেসে আসার গুজবে কক্সবাজার সমুদ্র সৈকতে হন্য হয়ে স্বর্ণ খুজছে মানুষ। গত কয়েকদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে শত শত মানুষকে স্বর্ণ খুজতে দেখা গেছে। তবে কোথাও স্বর্ণালঙ্কার খুজে পাওয়ার সত্যতা পাওয়া যায়নি। ট্যুরিষ্ট পুলিশ বলছে সৈকতে স্বর্ণ পাওয়া খবরের কোন সত্যতা নেই। সম্পর্ণ গুজবের উপর মানুষ সৈকতে স্বর্ণালঙ্কার খুজছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে গত কয়েকদিন ধরে সাগরের ঢেউ এর সাথে স্বর্ণালঙ্কার ভেসে আসার গুজব শুরু হয়। এই গুজবে কক্সবাজার শহরের নিম্ন আয়ের মানুষ সমুদ্র সৈকতে দিন রাত স্বর্ন খুজতে যাচ্ছে। করোনা ভাইরাসের লকডাউনে এতো দিন কক্সবাজার সৈকত জন মানব শুন্য থাকলেও স্বর্ন ভেসে আসার গুজবে শত শত মানুষ সমুদ্র সৈকতে নামছে। যদিও স্বর্ণ পাওয়ার কোন খবরের সত্যতা পাওয়া যায়নি। সৈকতে স্বর্ণালংকার পাওয়া কোন ব্যাক্তির তথ্যও কেউ দিতে পারেনি।

মোহাম্মদ ইলিয়াস নামের কক্সবাজার সৈকতের একজন ওয়াটার বাইক চালক জানিয়েছেন, সৈকতে স্বর্ণালংকার ভেসে আসার খবরে মঙ্গলবার সারা দিন পুরো কক্সবাজার সৈকত চসে বেড়িয়েছেন। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নাখেয়ে তিনি সৈকতে স্বর্ণালংকার খুজেছেন। সারা দিনে তিনি ৪টি ১ টাকার কয়েন ছাড়া কিছুই পাননি।

নাসির নামের কক্সবাজার সমুদ্র সৈকতের একজন ফটোগ্রাফার জানিয়েছেন, ২০০৮ সাল থেকে তিনি কক্সবাজার সমুদ্র সৈকতে ফটোগ্রাফির কাজ করছেন। কোন দিন তিনি সৈকতে স্বর্ণালংকার পাওয়ার খবর পাননি। গত দুই দিন ধরে গুজবে মানুষ সৈকতে স্বর্ণালংকার খোজাখুজি শুরু করেছেন।

কক্সবাজার সংবাদিক ইউনিয়নের সভাপতি জাহেদ সরওয়ার সোহেল বলেছেন, সমুদ্র সৈকতে স্বর্ণালংকার ভেসে আসার সংবাদ টি মিথ্যা নয়। গত ৩০ বছর ধরে শহরের দরিদ্র মানুষেরা সাগরে ভেসে আসা নানান জিনিসপত্র সংগ্রহ করে জীবন চালায়। মাঝে মাঝে স্বর্ণসহ অনেক কিছুই ভেসে আসে। সৈকতে গোসল করতে যাওয়া পর্যটকদের খোয়া যাওয়া স্বর্ণই মাঝে মাঝে সৈকত কুড়িয়ে পাওয়া যায়।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা ইশফাকুল হাবিব জানিয়েছেন, সমুদ্র সৈকতর স্বর্ণালংকার খুজে পাওয়ার খবরটি মোটেও সত্য নয়। এই ধরনের খবরের কোন সত্যতাও তার পাননি। সম্পর্ণ গুজবের উপর ভিত্তিকরে মানুষ সৈকতে স্বর্ণের খুজে আসছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা মোঃ আরশাদ জানিয়েছেন, ৬ বছর কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্ব পালন করছেন। কোনদিন সৈকতে স্বর্ণালংকার পাওয়ার খবর তিনি পাননি। একটি মহল গুজব ছড়াচ্ছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষে মানু্ষকে গুজবে কান নাদিতে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...