আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বন্যার দোহাই দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মরিচ সহ শাকসবজির দাম

গাইবান্ধা প্রতিনিধি:  বর্তমানে করোনা ভাইরাস এর আগ্রাসী হাত থেকে রক্ষা না পেতেই বন্যার গ্রাসের মুখে গাইবান্ধা বাসী।
গাইবান্ধায় তৃতীয় দফায় পানি বাড়তে শুরু করার ফলে স্থানীয় বাজার গুলোতে শাকসবজির দাম বেড়েছে। বিশেষ করে বাজারে মরিচ এর দাম বেশ চড়া, খুচরা বিক্রেতা কেজি প্রতি মরিচ বিক্রি করছে ১৫০-১৬০ টাকা, বেগুন কেজি প্রতি ৩৫-৪০ টাকা,আলু ৩০ টাকা,পটল ২৫ টাকা, পেঁপে ২৫ টাকা করে বিক্রি হচ্ছে।
আজ সরেজমিনে লেংগা বাজার, লক্ষিপুর, বালায়াটাবাজার,কুপতলা,দারিয়াপুর,চৌরাস্তা,মাঠের হাট সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় উক্ত সবজির দাম আগের চেয়ে  অনেক বেড়েছে।এতে করে সাধারণ ক্রেতাদের মধ্যে বেশ কষ্টকর বিষয় হয়ে দাড়িয়েছে।
কয়েক জন খুচরা বিক্রেতার সাথে কথা বলে জানা যায়,মরিচ সহ সবজি গুলোর আমদানি কম থাকায় বেশি দামে ক্রয় করতে হয় আবার সেগুলো বিক্রেতার কাছে তার থেকে বেশি দামে বিক্রি করতে হয়।
জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন জানানা, করোনা ও বন্যাকালীন সময়ে ও বাজার মনিটরিং করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...