আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানী মুলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে লাখাইয়ে কর্মরত সাংবাদিকরা

হবিগঞ্জ প্রতিনিধি : মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বাংলা নিউজ ২৪ ডটকম এর জেলা প্রতিনিধি বদরুল আলম এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানী মুলক মিথ্যা মামলার প্রত্যাহার এর দাবীতে মানব বন্ধন করেছে লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক ফোরাম লাখাই শাখার উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচী উপজেলার স্থানীয় বুল্লাবাজারে সাংবাদিক ফোরাম লাখাই শাখার সভাপতি সুশীল চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুকুর রহমান মাসুক, ব্যবসায়ী মারুফ আহমেদ বাবুল, সাংবাদিক ফোরাম লাখাই শাখার সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাদামনের মানুষ ও বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী প্রমুখ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাহ-আলম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শাহাউর রহমান বেলাল প্রমুখ ।

মানববন্ধনে আরো অংশ নেন সাংবাদিক ফোরাম লাখাই এর সহ-সভাপতি মোঃ ছায়েদুর রহমান, নির্বাহী সদস্য আলী আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক তাফাজ্জুল হক, ছাত্রনেতা ফজলে রাব্বি। মানবন্ধনে বক্তাগন মৎস্য কর্মকর্তা আলম কর্তৃক মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বাংলা নিউজ ২৪ ডটকম এর জেলা প্রতিনিধি বদরুল আলম এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের কৃত মিথ্যা ও হয়রানি মুলক মামলার তীব্র নিন্দা ও অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...