আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকেই হিলি স্থলবন্দরে হু হু করে বাড়ছে আমদানিকৃত পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধিঃ- হিলির আড়ৎ গুলোতে পেঁয়াজ বিক্রি বন্ধ করায় স্থানীয় খুচরা বাজারে বেড়েছে আমদানিকৃত পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা। একদিকে উৎপাদন সংকট দেখিয়ে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ অন্যদিকে আড়ৎ গুলোতে পেঁয়াজ বিক্রি না করায় দাম বেড়েছে বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রনে রাখতে বাজার মনিটরিং দাবি জানিয়েছে সাধারন ক্রেতারা। দেশের বাজারে আগের আমদানি করা পর্যাপ্ত পেঁয়াজ থাকলেও ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষনার পর থেকেই হিলিতে হু হু করে বাড়ছে আমদানিকৃত পেঁয়াজের দাম। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী এমন সিদ্ধান্তের পর সিন্ডিকেট করে দাম বাড়িয়ে থাকে অভিযোগ ক্রেতাদের। গেলো বছর তাদের হাত থাকায় পেঁয়াজের কেজি ৩শ তে পা রাখে। এবারও নিম্নমূখী বাজার উর্দ্ধমূখী হতে শুরু করেছে। ইতিমধ্যে বন্দর এলাকার আড়ৎ গুলোতে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা ফলে স্থানীয় বাজারে বেড়েছে দাম। একদিনের ব্যবধানে ৩০ থেকে ৩৫ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে।আড়ৎ গুলোতে পেঁয়াজ বিক্রি বন্ধ থাকায় দাম বাড়ছে বলে জানান খুচরা বিক্রেতারা। এদিকে হিলি কাষ্টমস তথ্যমতে,চলতি মাসের গেলো ২ সপ্তাহে ৭২ ভারতীয় ট্রাকে ১০ হাজার ৫শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...