আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

পেঁয়াজ ও কাঁচা মরিচের খুচরা বিক্রয় মূল্য অস্থির : নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে প্রশাসন এমন অভিযোগ ক্রেতাদের

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় বাজার কালীবাড়ী বাজারসহ উপজেলার সর্বত্র বাজার দর পরিস্থিতি অস্থির-বিপর্যস্ত। ক্রেতাদের কথা শোনার কেউই নেই। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে প্রশাসন এমন অভিযোগ ক্রেতাসাধারণের।
সরেজমিন ঘুরে দেখা যায়, পেঁয়াজ-মরিচসহ কাঁচাতরিতরকারির বাজার দর লাগামহীন। কমার কোন লক্ষণই যেন নেই। কমবে! তবে কোন তোড়জোড় নেই। একা-একা হুঁ হুঁ করে যেমন বেড়েছে তেমনি একা-একাই কমবে। আপনার-আমার কারো বলার কিংবা করার কিছুই যেন নেই। শুধু চেয়ে-চেয়ে দেখলাম তুমি চলে গেলে…। মাঝখানে প্রশাসনিক নিয়ন্ত্রণের হস্তক্ষেপ শুধুই আইওয়াশ মাত্র। বাজার মনিটরিং কমিটির তদারকি অপরিহার্য। কিন্তু তাদের কার্যক্রমও বর্তমানে দায়সারা। জেনেও না জানার ভান করে আছে প্রশাসন।
তবে খুচরা বিক্রেতারা বলছেন, আমরা মূল মোকামে পাইকারী দর মূল্যের সাথে সহনীয় পর্যায় কিঞ্চিত লভাংশের বিনিময় পণ্যসামগ্রী বিক্রয় করছি। এমতবস্থায় আমাদের উপর আইনানুগ কোন ব্যবস্থা গ্রহন করা হবে ঠিক যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’।
কথা যাই-ই হোক ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে এসব পণ্যের বাজার সম্পূন্ন করতে। ক্রেতাসাধারণ প্রতিদিন এসব পণ্য কিনতে এসে হিসেব-নিকেশ করতে গিয়ে এখন পড়েছেন হ-য-ব-র-ল এর মধ্যে। বৃষ্টিভেঁজা কাদাপানির এইসময় পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় কালীবাড়ী বাজারে পেঁয়াজ ১৯০ টাকা কেজি এবং কাঁচামরিচ ১৬০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। অন্যান্য কাঁচা তরিতরকারিসহ শাকসবজির খুচরা বাজার মূল্যের উর্দ্ধগতিও অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...